
রঙিন মাছ পালন শখের অন্যতম। পাড়ায় পাড়ায় গড়ে ওঠা একুরিয়ামের দোকানে সেসব পাওয়া যায়। তবে বড় আয়োজনেও কোথাও কোথাও পাওয়া যাচ্ছে। আজাদ ফিশারিজ নারায়ণগঞ্জের তাদের বিশাল ফিশ ফার্ম করার পর এখন ঢাকার ধানমন্ডি চলে এসেছে আউটলেট নিয়ে ধানমন্ডির ৩নম্বর রোডে অবস্থিত ড.রেফাতুল্লাহ হ্যাপি আরকেডের নীচ তলার ২০ নম্বর দোকান থেকে যে কেউ সংগ্রহ করতে পারবেন ফ্রেশ ওয়াটার সহ বিভিন্ন সল্ট ওয়াটার ফিশ।
শপটির উদ্বোধন করেছেন আজাদ রিফাত টেক্সটাইলের তিন ডিরেক্টর তাইজুল ইসলাম রাজিব, ফখরুল ইসলাম রাহাদ এবং মাহমুদুল ইসলাম রিফাত।