
ঈদ উপলক্ষে গ্রামীন ফোনের আলোচিত বিজ্ঞাপন আপন জনের টানে, স্বপ্ন যাবে বাড়ি’র মডেল হলেন তাবাসসুম মিথিলা। সম্প্রতি বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।
বিজ্ঞাপনটি সম্পর্কে তাবাসসুম মিথিলা বলেন, স্বপ্ন যাবে বাড়ি বিজ্ঞাপনটি এমনিতে আলোচিত।
এবারের এ বিজ্ঞাপনের সিক্যুয়াল কাজ করতে পেরে ভিষণ আনন্দিত। ইতোমধ্যে কাজটি প্রচার শুরু হয়েছে। কাছের মানুষদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। মডেল ও অভিনেত্রী তাবাসসুম মিথিলা নিয়িমিত টিভি নাটকে অভিনয় করছেন।
এবার ঈদেও তার বেশ কিছু নাটক টিভি ও অনান্য প্লাটফর্মে প্রচারিত হবে। এ অভিনেত্রী বেশ কিছু একক ও ধারাবাহিক নাটক করে আলোচনায় আসেন। এরমধ্যে চাটামঘর, ধূসর আকাশ, ছায়াবিবি, কুসুমের স্বপ্ন, প্রিয় দিন প্রিয় রাত, শান্তনা দে, শ্যাওলা, সোলমেট উল্লেখযোগ্য ।