• ঢাকা
  • বৃহস্পতিবার:২০২৩:মার্চ || ০৯:০১:০৭
প্রকাশের সময় :
অগাস্ট ১০, ২০২২,
৯:৪৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
অগাস্ট ১০, ২০২২,
৯:৪৮ অপরাহ্ন

৯০ বার দেখা হয়েছে ।

ধুনটে ছাত্রী অপহরণ করে স্ত্রী দাবি করা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

ধুনটে ছাত্রী অপহরণ করে স্ত্রী দাবি করা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

বগুড়ার ধুনটে কলেজ ছাত্রী অপহরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী দাবি করা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পিতা। অভিযুক্ত ছাত্র নেতার নাম আবু সালেহ স্বপন। তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ভান্ডার বাড়ি ইউনিয়নের মৃত আবুল কাসেম এর পুত্র।

মঙ্গলবার (৯ আগষ্ট) রাতে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে স্বপন ও তার দুই সহোদর ইউ পি সদস্য সাইফুল ইসলাম  স্বাস্থ্যকর্মী রিপন সহ ৫ জন বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলা সুত্রে জানা যায় গত ৮ আগষ্ট সোমবার বিকেলে অভিযুক্ত স্বপন মোটরসাইকেল যোগে ভিকটিম ছাত্রীকে সরকার পাড়া জিঞ্জির তলা রোড এলাকা থেকে অপহরণ করে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ৯ আগষ্ট রাতে থানায় মামলা দায়ের করেন। মামলা প্রসঙ্গে জানতে চাইলে ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা জানান মামলা নথিভুক্ত হয়েছে ভিকটিমকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।