• ঢাকা
  • শুক্রবার:২০২৩:মার্চ || ০৫:২২:৪২
প্রকাশের সময় :
জুন ২০, ২০২২,
৯:২২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
জুন ২০, ২০২২,
৯:২২ অপরাহ্ন

৪৮ বার দেখা হয়েছে ।

‌‌‘নাটকটির গল্প খুবই চমৎকার’

‌‌‘নাটকটির গল্প খুবই চমৎকার’

গ্রাম থেকে ঢাকায় আসে এমি নামের এক তরুণী! উদ্দেশ্য, প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়ে পড়ালেখা করা। এমির সঙ্গে ঢাকা শহরের নানান রকম মানুষের পরিচয় ঘটে এবং এক যুবকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। একটা সময় সেই সম্পর্ক আর শহরের খরচ মেটানোর জন্য মেয়েটি বেছে নেয় ভিন্ন এক পথ-‘পগ গার্ল’।

এমনই গল্প নিয়ে নির্মিত হচ্ছে একক নাটক ‘পগ গার্ল’। আপেল আকবরের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন সাজিন খান। নাটকটিতে অভিনয় করছেন ইভান সাইর, সুস্মিতা সিনহা, শাফায়েত দুর্জয়, সহিদ চিশতী, মারিয়া অনন্যা, ইনাইনা এলিজাবেথ, সাজ্জাদ প্রমুখ।

অভিনেতা ইভান সাইর বলেন, ‘নাটকটির গল্প খুবই চমৎকার। যখন গল্পটি পড়ি মনে হয়েছে বর্তমান সময়ের গতানুগতিক ধারার চেয়ে ভিন্ন কিছু দর্শক উপভোগ করতে পারবে।’

অভিনেত্রী সুস্মিতা সিনহা বলেন, ‘এক তরুণীর প্রেম, সংগ্রাম আর ভুল সিদ্ধান্তের গল্প এটি। পরিচালক খুব যত্ন নিয়ে কাজটি করছেন। নাটকটি দর্শকদের একটু হলেও ভাবাবে।’

ঘুড্ডি নেটওয়ার্কের প্রযোজনায় গতকাল থেকে উত্তরায় নাটকটির শ্যুটিং চলছে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, আগামী ঈদে ইউটিউব চ্যানেল এবং স্বনামধন্য একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।