
অভিষেকের পর থেকেই নিয়মিত গান প্রকাশ করে আসছেন কণ্ঠশিল্পী মিলানা মোমিন। কিছুদিন আগে কণ্ঠশিল্পী শেখ সাদীর সঙ্গে ‘ভীষণ ভালো লাগে’ শীর্ষক একটি গান প্রকাশ করে আলোচিত হন তিনি। ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ করলেন একটি একক গানের ভিডিও। এবারের গানের টাইটেল ‘অপেক্ষার নাম’। মিলানা মোমিনের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত গানটির কথা লিখেছেন ‘ঘুড়ি’খ্যাত কণ্ঠশিল্পী লুৎফর হাসান। সুর ও সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গানটির ভিডিও পরিচালনা করেছেন রাকিব আহম্মেদ। ভিডিওতে শিল্পী নিজেই মডেল হয়েছেন। গানটি প্রসঙ্গে মিলানা মোমিন বলেন, ‘এই গানটিতে লুৎফর ভাই ও আমজাদ ভাইয়ের মতো দুজন গুণী মানুষের সঙ্গে কাজ করেছি। এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।’