• ঢাকা
  • মঙ্গলবার:২০২৩:মার্চ || ২০:৪৬:৩৫
প্রকাশের সময় :
অগাস্ট ৭, ২০২২,
৯:৫০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
অগাস্ট ৭, ২০২২,
৯:৫০ অপরাহ্ন

১৭৪ বার দেখা হয়েছে ।

রোজিনার কণ্ঠে ‘গার্মেন্টস কন্যা’

রোজিনার কণ্ঠে ‘গার্মেন্টস কন্যা’

তরুণ  মেধাবী কণ্ঠশিল্পী রোজিনা আক্তার। সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন ‘গার্মেন্টস কন্যা’ শিরোনামের গানে। গানটি লিখেছেন সাখাওয়াত হোসেন শওকত, সুর করেছেন প্লাবন কোরেশী, মিউজিক করেছেন শামীম মাহমুদ, ইতোমধ্যে গানটি Surer Alo BD YouTube channel এ প্রকাশ পেয়েছে। গানটি বিষয়ে রোজিনা আক্তার বলেন- ‘গার্মেন্টস কন্যা গানটি একজন পোশাকশ্রমিকের জীবন নিয়ে। জীবনঘনিষ্ঠ এই গানটি প্রকাশের পর বেশ সাড়া পাচ্ছি।’ তিনি আরও বলেন- ‘মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে দুইটি গান আর বৃদ্ধাশ্রম নিয়ে একটি গানের কাজ শেষ পর্যায়ে। আশা করছি দ্রুতই প্রকাশ পাবে Surer Alo BD নামক ইউটিউব চ্যানেলে।’
তিনি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও জাতীয় শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত শিল্পী। তার একক এ্যালবাম ও গানের মধ্যে উল্লেখযোগ্য- বন্ধু তোরে ভালো লাগে, দুষ্ট ছেলে, অন্তরে মিসকিন শাহ। এছাড়াও হাতে-পায়ে হইয়া ডাঙ্গর, তোর পিরিতে পাগল আমি, নাচেরে নাচে হাজার মানুষ, অন্তরে বাজেরে ঢোল না কাড়া, জাতির পিতা বঙ্গবন্ধু আছো তুমি অন্তরে, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ যাচ্ছে এগিয়ে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তুমি যে অনন্যা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা তুমিযে এক রত্নগর্ভাসহ একাধিক গানে কণ্ঠ দিয়েছেন। ফোক শিল্পী রোজিনা আক্তার দিনদিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’ শিরোনামের গানটি গেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়েছেন।