
নারায়ণগঞ্জ এর বিখ্যাত মিষ্টির ব্র্যান্ড সুইট নেশন তাদের নতুন শোরুম উদ্ধোধন করেছে রাজধানীর শনির আখড়াতে। গত ১৯ সেপ্টেম্বর আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ কাশেম এই শো রুমের উদ্ধোধন করেন। মিষ্টির স্বাদকে অক্ষুন্ন রেখে বিশুদ্ধ দই, মিষ্টি রাজধানীর মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পদক্ষেপ হিসেবে এই শোরুমের যাত্রা করেছে বলে ব্রান্ডটির প্রধান উদ্যেক্তা ফকরুল ইসলাম রাহাদ জানান।
উল্লেখ্য ব্রান্ডটির প্রথম শোরুমটি গতবছর ঢাকার মোহাম্মদপুরে যাত্রা করেছিলো এবং অল্প সময়ে বেশ জনপ্রিয়তা পেয়ে যায় ঢাকাতে।
এই উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের আরও দুই পরিচালক তাইজুল ইসলাম রাজিব এবং মাহামুদুল ইসলাম রিফাত।