• ঢাকা
  • শুক্রবার:২০২৪:এপ্রিল || ১০:২৬:১৪
প্রকাশের সময় :
মে ২৭, ২০২৩,
৫:২৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
মে ২৭, ২০২৩,
৫:২৩ অপরাহ্ন

২১২ বার দেখা হয়েছে ।

তরুণ সংগীতশিল্পী পারভেজের ‘ঝরা ফুল’

তরুণ সংগীতশিল্পী পারভেজের ‘ঝরা ফুল’

পারভেজ আজাদ একজন প্রতিশ্রুতিশীল তরুণ কণ্ঠশিল্পী। তিনি তার মেধা-মনন দিয়ে কাজ করে যাচ্ছেন। ১৯৯৮ সালে কক্সবাজার অন্তর্গত পেকুয়া উপজেলা টইটং ইউনিয়নে জন্ম গ্রহণ করা সংগীতশিল্পী স্কুল জীবন থেকেই বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছেন। তার অবস্থানও ছিল সম্মানজনক। সেই প্রেরণাই সংগীত অঙ্গনে পার রাখার চেষ্টা।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি তরুণ সঙ্গীতশিল্পী গেয়েছেন- ‘ঝরা ফুল’ শিরোনামের একটি আধুনিক গান। নূর মেহেদী আব্দুর রহমানের লেখা ও জাহাঙ্গীর আলম (পারভেজ) এর সুরে গানটি সংঙ্গীত আয়োজন করেছেন ‘হিউম্যান টিউন রেকর্ডিং স্টুডিও’র কর্ণধার আলা উদ্দিন (আলো)। গান নিয়ে পারভেজ আজাদ বলেন- গানটির কথা আমার খুবই ভালো লেগেছে এবং সুর- সঙ্গীত আয়োজনও ভালো হয়েছে। গানটিতে সার্বিক সহযোগিতা করেছেন গুণী মানুষ রুজন বড়ুয়া । তার প্রতি আমার কৃতজ্ঞতা। আশা করি গানটি শ্রোতার ভালো লাগবে। ‘ঝরা ফুল’ শিরোনামের গানটি শিগ্রই অবমুক্ত হবে প্রজ্ঞা মিউজিক ইউটিউব চ্যানেলে।