• ঢাকা
  • শুক্রবার:২০২৪:এপ্রিল || ১২:৩১:০৬
প্রকাশের সময় :
সেপ্টেম্বর ১৯, ২০২২,
৮:৩৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
সেপ্টেম্বর ১৯, ২০২২,
৮:৩৩ অপরাহ্ন

২৮২ বার দেখা হয়েছে ।

ধুনটে অবৈধ বালু উত্তোলন রোধে অভিযান

ধুনটে অবৈধ বালু উত্তোলন রোধে অভিযান

বগুড়ার ধুনটে অবৈধ বালু উত্তোলন রোধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, ভূমি কর্মকর্তা নুরুল আমিন। অভিযানে এক স্কুল ছাত্রসহ ১৬ বালু শ্রমিককে আটক ও পাঁচটি ভারী বাল্কহেড জব্দ করেছে। আটককৃতদের বাংলাদেশ বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল হতে উপজেলার ভান্ডার বাড়ি বানিয়াজান বৈশাখী চর এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করেন। আটককৃতরা হলেন সহরাবাড়ি মৃত ভুলু রহমান এর ছেলে হবিবর রহমান(৪০) আয়নাল হকের ছেলে শফিকুল ইসলাম (৩০) গোসাই বাড়ি ভুট্টু শেখ এর ছেলে সৈকত(২৬), চুনিয়া পাড়া আলমগীর হোসেন এর ছেলে রাজু(১৯) দক্ষিণ সহরাবাড়ী নূর মোহাম্মদ এর ছেলে আউয়ুব আলী (২০) জালাল উদ্দীন আকন্দের ছেলে রাসেল (১৮) পূর্ব গুয়াঢুরি আমজাদ হোসেন এর ছেলে সোহেল রানা (২০) কৈয়াগাড়ি রুহুল আমিন এর ছেলে স্বপন মিয়া(৩৫) একই গ্রামের মৃত অছিম উদ্দিন এর ছেলে শহিদুল ইসলাম(৫২)শিমুল বাড়ি মৃত শাহ আলীর ছেলে রবিউল আকন্দ (৩৫) একই গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে আলমগীর হোসেন (২৪) বৈশাখী গ্রামের আব্দুস ছালাম এর ছেলে রহিম(২১) একই গ্রামের আবুল হোসেন আকন্দের ছেলে রাঙা (২৫) আওলাকান্দি সারিয়াকান্দীর মৃত তোফাজ্জল হোসেনের ছেলে বুলবুল ইসলাম (২৮) বৈশাখীর আব্দুস ছালাম আকন্দের ছেলে হারুন (২৫), বাবু পাড়া সাথিয়া পাবনার কুদ্দুস মিয়ার ছেলে বাবুল মিয়া(৫০) অপ্রাপ্ত বয়স হওয়ায় সহরাবাড়ী হবিবর রহমান এর ছেলে নিরব সরকার (১৫) কে বেকসুর খালাস প্রদান করেন।