• ঢাকা
  • বৃহস্পতিবার:২০২৪:এপ্রিল || ১৪:২৮:১১
প্রকাশের সময় :
অক্টোবর ১৮, ২০২২,
৬:৩৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
অক্টোবর ১৮, ২০২২,
৬:৩৩ অপরাহ্ন

২৬২ বার দেখা হয়েছে ।

ধুনটে শেখ রাসেল দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ধুনটে শেখ রাসেল দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

“শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” এই প্রতিপাদ্য বিষয় ধারণ করে সারা দেশের মতো বগুড়ার ধুনটে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।সোমবার (১৮ অক্টোবর) রাসেল দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট শেরপুরের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

উপজেলা সদর হতে র‌্যালীটি বাজার প্রদক্ষিণ করে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শেখ রাসেল অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন, উপজেলা ভাইস-চেয়ারম্যান্যান মহসীন আলম, পৌর মেয়র এ জি এম বাদশাহ্ অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম,কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান।