• ঢাকা
  • বুধবার:২০২৪:এপ্রিল || ১৯:০৮:২২
প্রকাশের সময় :
অক্টোবর ১৩, ২০২২,
৫:৩৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
অক্টোবর ১৩, ২০২২,
৫:৩৭ অপরাহ্ন

২৮৩ বার দেখা হয়েছে ।

ধুনট সরকারি কলেজ বন্যা আশ্রয়ন কেন্দ্রের শুভ উদ্বোধন

ধুনট সরকারি কলেজ বন্যা আশ্রয়ন কেন্দ্রের শুভ উদ্বোধন
বগুড়ার ধুনট সরকারি ডিগ্রি কলেজে নব নির্মিত বন্যা আশ্রয়ন কেন্দ্রের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে গণভবন থেকে ভিডিওর মাধ্যমে সারা দেশের মতো ধুনট সরকারি ডিগ্রি কলেজের বন্যা আশ্রয়ন কেন্দ্রের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ-সময় উপস্থিত ছিলেন ধুনট শেরপুরের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান ও অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত। ৩ কোটি ২৩ লক্ষ টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হয়।
 কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনটের পৌর মেয়র এ জি এম বাদশাহ্, উপজেলা ভাইস-চেয়ারম্যান্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, অত্র কলেজের সহকারী অধ্যাপক ফজলুল হক রঞ্জু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম।
অত্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হাদিউজ্জামান হাদীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের রেজাউল করিম তালুকদার দুলাল, দপ্তর সম্পাদক আফসার আলী, আওয়ামী লীগ নেতা মাইদুল ইসলাম রনি, শফিকুল ইসলাম চাঁন, ইউ পি চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, জুয়েল, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আলীম আল রাজি বুলেট, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক জি এম ফেরদৌস আলম শ্যামল, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন সাহাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং অত্র কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।