• ঢাকা
  • মঙ্গলবার:২০২৪:এপ্রিল || ১৫:১৯:৪০
প্রকাশের সময় :
এপ্রিল ১৩, ২০২২,
১১:৫৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
এপ্রিল ১৩, ২০২২,
১১:৫৬ অপরাহ্ন

২১৪ বার দেখা হয়েছে ।

নদীতে মাছ ধরায় ১৫ জেলের কারাদণ্ড

নদীতে মাছ ধরায় ১৫ জেলের কারাদণ্ড

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরায় কমলনগরে ১৫ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

 

মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল থেকে বিকেলে পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেয়া হয়।

এসময় আটকদের কাছ থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

 

সাজাপ্রাপ্তরা হলো- ভোলার বাসিন্দা মো. ফারুক, মো. আলা উদ্দিন, মো. পারভেজ, মো. ফারুক, আব্বাছ, বুলবুল আহমেদ, সাহাবুদ্দিন, বেল্লাল, আনোয়ার, হারুন, হেলাল ও লক্ষ্মীপুর সদরের চররমনীর বাসিন্দা জামাল, আখতার ফয়সাল ও সোহেলসহ ১৫ জন।

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, জাটকা সংরক্ষণে উপজেলা  মৎস্য  দপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড এবং বাংলাদেশ পুলিশ মেঘনা নদীতে  যৌথ অভিযানে নামে। এসময় ১৭ জন জেলে, ২০ হাজার মিটার কারেন্ট জাল এবং  ৪৫ কেজি মাছ আটক করা হয়।  পরে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ৮ জনকে ১০ দিন, ৭ জনকে ১৫ দিন করে কারাদণ্ড দেন।

 

অপর দুইজনকে শারীরিক অবস্থা বিবেচনায় ছেড়ে দেয়া হয়। জব্দকৃত মাছ স্থানীয় এতিম খানায় ও জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।