• ঢাকা
  • শনিবার:২০২৪:এপ্রিল || ১৫:০১:১৫
প্রকাশের সময় :
অগাস্ট ১৫, ২০২২,
৮:৩৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
অগাস্ট ১৫, ২০২২,
৮:৪৪ অপরাহ্ন

৩০৬ বার দেখা হয়েছে ।

“শোক হোক শক্তি” ধুনটে শোক দিবসের আলোচনায় এম পি হাবিব

“শোক হোক শক্তি” ধুনটে শোক দিবসের আলোচনায় এম পি হাবিব

বগুড়ার ধুনটে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ধুনটের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।এ-সময় তিনি বলেন- জাতির পিতার খুনী ও তাদের উত্তরসূরীরা এখনও সক্রিয়। তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। ২১ শে আগষ্টের গ্রেনেড হামলা সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। এদের প্রতিহত করতে শোককে শক্তিতে পরিনত করতে হবে।

সোমবার (১৫ আগষ্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত শোক সভার সঞ্চালনা করেন কলামিস্ট রেজাউল করিম মিন্টু। সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মহসীন আলম, পৌর মেয়র এ জি এম বাদশাহ্ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশরাফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি নুরুল আমিন, অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা। শোক দিবসের কর্মসূচিতে ছিল শোক র্যালী, জাতির পিতার মূর্যালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কতৃক বঙ্গবন্ধু রচিত বই উপহার। কবি সোহেল রানার”শস্য চিত্রে মুজিব হাসে” কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন, সমাজ সেবা অফিস কতৃক দুরারোগ্য রোগীদের চিকিৎসা সহায়তা চেক প্রদান ও যুব উন্নয়ন অফিস কতৃক সুবিধা ভোগীদের অনুদানের চেক হস্তান্তর করেন।