• ঢাকা
  • শনিবার:২০২৪:এপ্রিল || ০৪:০৪:৫৬
প্রকাশের সময় :
এপ্রিল ১৪, ২০২২,
৮:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট :
এপ্রিল ১৪, ২০২২,
৮:২৩ পূর্বাহ্ন

২৬০ বার দেখা হয়েছে ।

দেশে প্রথমবারের মতো কৃত্রিম হার্ট প্রতিস্থাপন

দেশে প্রথমবারের মতো কৃত্রিম হার্ট প্রতিস্থাপন

প্রথমবারের মতো দেশে  মানুষের দেহে সফলভাবে মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপন করা হয়েছে। বুধবার (২ মার্চ) রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সফলভাবে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (৩ মার্চ) এ বিষয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ও কার্ডিয়াক সেন্টারের ডিরেক্টর ডা. জাহাঙ্গীর কবির অত্যাধুনিক এই পদ্ধতি সম্পর্কে অবহিত করবেন। তিনি জানান, বুধবার রাতে ইউনাইটেড হাসপাতালে ৪২ বছর বয়সী এক নারীর দেহে মেকানিক্যাল কৃত্রিম হার্ট প্রতিস্থাপন করা হয়েছে। ওই রোগীর হার্ট ফেলিওর হয়েছিল।

জানা গেছে, মানুষের শরীরে দেশে এই প্রথম মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপন করা হয়েছে। যার ফলে বহুবিধ জটিল রোগাক্রান্ত রোগীরা মাত্র ঘণ্টা খানেকের এই পদ্ধতির মাধ্যমে হার্ট ফেইলিওর নিরাময়ের সুযোগ পাবেন।

বিশ্বের বিভিন্ন দেশে এ সার্জারি হলেও দেশের মাটিতে এ প্রথম কৃত্রিম বা মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপনের ঘটনা ঘটেছে।