• ঢাকা
  • শুক্রবার:২০২৪:এপ্রিল || ০৬:০৭:০৯
প্রকাশের সময় :
জুলাই ২৮, ২০২২,
৮:০৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
জুলাই ২৮, ২০২২,
৮:০৪ অপরাহ্ন

৩০৩ বার দেখা হয়েছে ।

ধুনটে শিক্ষা প্রতিষ্ঠানে উন্নতমানের বেঞ্চ বিতরণ

ধুনটে শিক্ষা প্রতিষ্ঠানে উন্নতমানের বেঞ্চ বিতরণ
বগুড়ার ধুনটের ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নতমানের (হাই-লো) বেঞ্চ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট শেরপুরের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জাইকা) ও উপজেলা পরিচলন উন্নয়ন প্রকল্প (ইউ জি ডি পি) প্রকল্পের আওতায় উপজেলার ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৬ শত ২ টি প্লাস্টিক ফাইবারে তৈরি বেঞ্চ বিতরণ করা হবে বলে জানা যায়।
উপজেলা প্রশাসন আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত। এ-সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন,আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির সদস্য প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি, উপজেলা ভাইস-চেয়ারম্যান্যান মহসীন আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম ইন্জিনিয়ার মনিরুল সাজ রিজন, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও অধ্যাপক আনিসুর রহমান, আওয়ামী লীগ নেতা অধ্যাপক সিরাজুল হক লিটন,ধুনট মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিয়াউল হক হিরণ, জালশুকা মোজাহার আলী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজিনা বেগম প্রমুখ।