• ঢাকা
  • শুক্রবার:২০২৪:এপ্রিল || ২২:৪৭:৩৪
প্রকাশের সময় :
এপ্রিল ১৪, ২০২২,
৮:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট :
এপ্রিল ১৪, ২০২২,
৮:১৯ পূর্বাহ্ন

২৫৮ বার দেখা হয়েছে ।

রাজধানীর ৫ এলাকায় ডায়রিয়ার প্রকোপ বেশি

রাজধানীর ৫ এলাকায় ডায়রিয়ার প্রকোপ বেশি

রাজধানীর যাত্রাবাড়ী, মিরপুর, মোহাম্মদপুর, দক্ষিণখান ও সবুজবাগে ডায়রিয়ার প্রকোপ সবচেয়ে বেশি। এসব এলাকাকে এখনই রেডজোন ঘোষণা করে কার্যকর পদক্ষেপ না নিলে, পরিস্থিতি আর খারাপ হবে বলে সতর্ক করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পাশাপাশি দিচ্ছেন ভ্যাকসিন দেয়ার পরামর্শ।

 

আইসিডিডিআরবিতে তাবু খাঁটাতে ব্যস্ত শ্রমিকরা। সাম্প্রতিক কালে সবচেয়ে বেশি ডায়রিয়ার রোগী চিকিৎসা নিচ্ছে সেখানে। কোনও কোনও দিন ভর্তি হচ্ছে ১৩শয়ের বেশি।

তাদের বেশিরভাগই এসেছেন যাত্রাবাড়ী, মিরপুর, মোহাম্মদপুর, দক্ষিণখান এবং সবুজবাগ এলাকা থেকে।

 

ঘনবসতিপূর্ন এসব এলাকার ডায়রিয়ার প্রকোপ সবচেয়ে বেশি।

গত ১৭ দিন ধরে রোগী বাড়তে থাকলেও এখনও এলাকাভিত্তিক কোনও উদ্যোগ দেখা যায়নি। শুধু পানি পরীক্ষা করে দায় সেরেছে ঢাকা ওয়াসা।

 

চিকিৎসকরা বলছেন, পানির কারণে বেশি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত। আরেকটি বড় কারণ নিয়মিত হাত না-ধোয়া।

বিশেষজ্ঞরা বলছেন, রোগী বেশি থাকা এলাকাগুলোকে রেডজোন ঘোষণা করে এখনই ব্যবস্থা না নিলে রমজানে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

রাজধানীর পাশাপাশি নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুরেও বাড়ছে ডায়রিয়ার প্রকোপ।

জাগরণ/স্বাস্থ্য/কেএপি